'রাজ্য দিনদিন বোমা তৈরীর আঁতুড়ঘরে পরিণত হচ্ছে" রাজ্যকে ফের তোপ রাজ্যপাল জগদীপ ধনকড়ের - Bangla Hunt

‘রাজ্য দিনদিন বোমা তৈরীর আঁতুড়ঘরে পরিণত হচ্ছে” রাজ্যকে ফের তোপ রাজ্যপাল জগদীপ ধনকড়ের

By Bangla Hunt Desk - September 19, 2020

বাংলা হান্ট ডেক্স; দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যপালের সংঘাত লেগেই রয়েছে। এবার ফের একবার রাজ্যকে আক্রমন করে বসলেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে, “রাজ্যকে বোমা তৈরীর আঁতুড়ঘর বলে” তোপ দাগেন তিনি।

[ আরো পড়ুন-এরাজ্যে ঘাঁটি গেড়েছে আল-কায়দা জঙ্গিরা, অভিযান চালিয়ে ৯ জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ ]

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও কেরলের এর্নাকুলামে তল্লাশি চালায় এনআইএ বিশেষ তদন্তকারী দল। সেখান থেকে পশ্চিমবঙ্গের ৬ জন ও কেরলের ৩ আল কায়েদা জঙ্গিকে গ্রেপ্তার করে তারা। ধৃতরা দিল্লির বিভিন্ন জায়গায় হামলার ছক কষেছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর জিহাদি কাগজ, ইলেকট্রনিক ডিভাইস, দেশি বন্দুক, ধারালো অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।

[ আরো পড়ুন- করোনার মধ্যে চিনে এবার নতুন আতঙ্ক, ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত কয়েক হাজার ]

এই ঘটনার পরেই শনিবার পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটারে তিনি মূলত রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। এবং “রাজ্য দিন দিন বোমা তৈরীর আঁতুড়ঘরে পরিণত হচ্ছে ” বলে টুইটারে তোপ দাগেন তিনি পাশাপাশি রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর