করোনাকে জয় করে সুস্থতার পরিসংখ্যানে আমেরিকাকে ছাপিয়ে বিশ্বে প্রথম ভারত - Bangla Hunt

করোনাকে জয় করে সুস্থতার পরিসংখ্যানে আমেরিকাকে ছাপিয়ে বিশ্বে প্রথম ভারত

By Bangla Hunt Desk - September 19, 2020

বাংলা হান্ট ডেক্স ; ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আমেরিকা ও ব্রাজিলকে ছাড়িয়ে এখন বিশ্বে এক নম্বরে রয়েছে ভারত। কিন্তু এর মধ্যেই এবার মিলল স্বস্তির খবর। করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানে এবার আমেরিকাকে ছাপিয়ে গেল ভারত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।

[ আরো পড়ুন-করোনার মধ্যে চিনে এবার নতুন আতঙ্ক, ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত কয়েক হাজার ]

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের টুইট করে জানানো হয়েছে, “দ্রুত টেস্টিং এবং ট্রাকোং এর ফলেই এই সাফল্য এসেছে”। ভারতের করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪২ লক্ষ বলে জানা গিয়েছে।

এদিকে ভারতে গত ২৪ ঘন্টা নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে ৯৩ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২৪৫ জনের।

[ আরো পড়ুন-এরাজ্যে ঘাঁটি গেড়েছে আল-কায়দা জঙ্গিরা, অভিযান চালিয়ে ৯ জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ ]

গোটা দেশের মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাক্টিভ কেস মহারাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মহারাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ ৪৬ হাজারের বেশি মানুষ। এবং এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৩১ হাজারেরও বেশি মানুষের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর