করোনার মধ্যে চিনে এবার নতুন আতঙ্ক, ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত কয়েক হাজার - Bangla Hunt

করোনার মধ্যে চিনে এবার নতুন আতঙ্ক, ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত কয়েক হাজার

By Bangla Hunt Desk - September 19, 2020

বাংলা হান্ট ডেস্ক ; করোনা আতঙ্কের মধ্যেই চিনে এবার নতুন আতঙ্ক। ব্যাকটেরিয়া জনিত রোগ ব্রুসেলোসিস আক্রান্ত চিনের কয়েক হাজার মানুষ। চিনের গানসু প্রদেশের রাজধানী লানঝউয়ের স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে তিন হাজারেও বেশি মানুষ।

[ আরো পড়ুন- এরাজ্যে ঘাঁটি গেড়েছে আল-কায়দা জঙ্গিরা, অভিযান চালিয়ে ৯ জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ ]

গত বছর একটি বায়োফার্মাকিউটিকাল সংস্থার একটি কারখানা থেকেই দুর্ঘটনাবশত এই ব্যাকটেরিয়া ছড়ায়। এর ফলে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। মহিলা এবং পুরুষদের গোপনাঙ্গে তৈরি হচ্ছে সমস্যা। এই রোগের ফলে মাথা যন্ত্রণা, পেশিতে যন্ত্রণা, জ্বর ও শরীরে ক্লান্ত ভাব দেখা দিয়েছে। এছাড়াও বাত ও শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। মহিলারা বন্ধ্যা্ও হয়ে যাচ্ছেন। শুধু মানুষই নয় পশুর দেহও ছড়িয়ে পড়ছে ব্রুসেলা নামে এই ব্যাকটেরিয়া।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর