গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ Paytm - Bangla Hunt

গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হল জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ paytm

By Bangla Hunt Desk - September 18, 2020

বাংলা হান্ট ডেস্ক ; গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হলো জনপ্রিয় অনলাইন পেমেন্ট অ্যাপ পেটিএম। আপাতত পেটিএম অ্যাপটি গুগল প্লে থেকে ডাউনলোড করা যাবে না। একই সঙ্গে পেটিএম ফার্স্ট গেম ফ্যান্টাসি অ্যাপটিও প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।

[ আরো পড়ুন-পুজোর আগেই সুখবর! খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত চিড়িয়াখানা ]

দেশের বহু মানুষ অনলাইন টাকা-পয়সা লেনদেনের জন্য ব্যবহার করেন পেটিএম অ্যাপ। শুক্রবার রহস্যজনকভাবে অ্যাপটি প্লে স্টোর থেকে উধাও হয়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে গ্রাহকদের কপালে। যদিও যারা আগে থেকেই এই অ্যাপটি ডাউনলোড করে রেখেছেন, তারা অ্যাপটি ব্যবহার করতে পারছেন। তবে এখনও পেটিএম ফর বিজনেস, পেটিএম মল, পেটিএম মানি-সহ সংস্থার আরও কিছু অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে।

[ আরো পড়ুন- জন্মদিনে শুভেচ্ছা বার্তার বন্যা, এবার দেশবাসীর কাছে বার্থডে গিফট চাইলেন মোদি ]

পেটিএম এর তরফে জানানো হয়েছে, গুগল সাময়িকভাবে তাদের অ্যাপটিকে আপডেট ও ডাউনলোড করতে দিচ্ছে না। তবে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে দাবি সংস্থার।

এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নিয়ম ভঙ্গ করায় এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর