দমদমে দুর্গাপুজোর দখলদারিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, চলল গুলি - Bangla Hunt

দমদমে দুর্গাপুজোর দখলদারিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, চলল গুলি

By Bangla Hunt Desk - September 18, 2020

বাংলা হান্ট ডেস্ক ; দুর্গাপুজোর দখলদারির নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ দমদমে। চলল গুলি। ঘটনাকে কেন্দ্র করে থমথমে এলাকা। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে দমদমের সিদ্ধেশ্বরী কালী মন্দির রোড এলাকায়।

[ আরো পড়ুন- চিনের উৎপাত কমাতে শীতকালেও পূর্ব লাদাখে পাহারায় থাকবে সেনা, পৌঁছেছে শীতবস্ত্র ও প্রয়োজনীয় রসদ ]

স্থানীয় সূত্রে খবর, গত কাল মহালয়া ও বিশ্বকর্মা পুজোর পূর্ণ লগ্নে ওই এলাকায় বাটোয়ারা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে খুঁটি পুজোর আয়োজন করা হয়। অভিযোগ, সেই সময় পুজোর দখল নিতে আগের কমিটির লোকজন হামলা করে। গুলিও চলে বলে অভিযোগ। এই ঘটনায় দমদম বিমানবন্দরের নিকটবর্তী এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

[ আরো পড়ুন- জন্মদিনে শুভেচ্ছা বার্তার বন্যা, এবার দেশবাসীর কাছে বার্থডে গিফট চাইলেন মোদি ]

অভিযোগ, দমদম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওই পুজোর ভার থেকে গত বছরের দিব্যেন্দু গোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় বারের জন্য নতুন পুজো কমিটির দায়িত্ব নিলে গতকাল বিশ্বকর্মা পুজো ও মহালয়া উপলক্ষে তারা খুঁটি পুজোর আয়োজন করে। সেই সময় বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দিব্যেন্দু দত্তের গোষ্ঠীর লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর