জন্মদিনে শুভেচ্ছা বার্তার বন্যা, এবার দেশবাসীর কাছে বার্থডে গিফট চাইলেন মোদি - Bangla Hunt

জন্মদিনে শুভেচ্ছা বার্তার বন্যা, এবার দেশবাসীর কাছে বার্থডে গিফট চাইলেন মোদি

By Bangla Hunt Desk - September 18, 2020

বাংলা হান্ট ডেক্স; গতকাল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। গতকালই ৭০ বছর পূর্ণ করে ৭১ পা দিয়েছেন তিনি। তার জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে। সকলেই তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ আবার জানতে চেয়েছেন জন্মদিনে কি উপহার চান তিনি। তাই শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ টুইট করে দেশবাসীর কাছে জন্মদিনের উপহার চাইলেন তিনি।

তিনি টুইট করে লেখেন, “সারাদেশ, সারা বিশ্ব থেকে অসংখ্য মানুষ জন্মদিনে আমাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। যারা আমাকে শুভকামনা জানিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই শুভেচ্ছা নাগরিকদের উন্নয়নের কাজে আমাকে শক্তি যোগাবে” তার কিছুক্ষণ পরেই তিনি আরেকটি টুইট করে জন্মদিনের উপহার চাইলেন তিনি।

তিনি টুইট করে লেখেন” আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আমি জন্মদিনে কি চাই! তাই আমি আমার ইচ্ছে তালিকা সকলের কাছে তুলে ধরছি। তিনি লেখেন ” এই করোনা পরিস্থিতি থেকে বাঁচতে সকলকে মাক্স পড়ুন, সঠিকভাবে পড়ুন। সামাজিক দূরত্ব অনুসরণ করুন, ‘দোগজ কি দুরি’ বজায় রাখুন। জনবহুল জায়গাগুলিতে যাওয়া এড়িয়ে যান, এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করুন। আসুন আমাদের গ্রহকে সুস্থ করে তুলি”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর