কৃষি বিলের বিরোধিতায় মোদি সরকারের প্রতি বিদ্রোহ, কেন্দ্রীয় মন্ত্রী থেকে ইস্তফা হরসিমরত কৌর বাদলের - Bangla Hunt

কৃষি বিলের বিরোধিতায় মোদি সরকারের প্রতি বিদ্রোহ, কেন্দ্রীয় মন্ত্রী থেকে ইস্তফা হরসিমরত কৌর বাদলের

By Bangla Hunt Desk - September 17, 2020

বাংলা হান্ট ডেস্ক ; কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে মোদি সরকারের প্রতি বিদ্রোহ। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শিরোমণি অকালে দলের হরসিমরত কৌর বাদল। আজি তিনি সংসদের কথা জানিয়েছেন। নয়াকৃষি বিল কৃষক স্বার্থবিরোধী বলে পাঞ্জাব ও হরিয়ানা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন SAD সংসদ তথা খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদল। কেন্দ্রের বিলের প্রতিবাদে বিক্ষোভ বিহারেও। দিল্লিতে বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ কংগ্রেসের। যদিও বিজেপির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

টুইটে হরসিমরত কৌর জানিয়েছেন, “কৃষক স্বার্থবিরোধী অর্ডিন্যান্স ও আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক ও তাদের মেয়ে-বোনেদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর