ভারতকে ১০ কোটি করোনা ভ্যাকসিন দেবে রাশিয়া, এ বছরের শেষেই ভ্যাকসিন পেতে পারে ভারত - Bangla Hunt

ভারতকে ১০ কোটি করোনা ভ্যাকসিন দেবে রাশিয়া, এ বছরের শেষেই ভ্যাকসিন পেতে পারে ভারত

By Bangla Hunt Desk - September 16, 2020

বাংলা হান্ট ডেস্ক ; ভারতকে ১০ কোটি করোনা ভ্যাকসিন দেবে রাশিয়া। এ বিষয়ে ভারতের ডঃ রেড্ডি ল্যাবরটরি সঙ্গে চুক্তি হয়েছে রাশিয়ার।

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। ইতিমধ্যেই ভারতে করোনা সংক্রমণ ৫০ লক্ষ ছাড়িয়েছে। তাই ভারতের মতো দেশে ভ্যাকসিনের চাহিদা প্রচুর। সেই চাহিদা পূরণ করতে ভারতের ডক্টর রেড্ডি ল্যাবরটরি সঙ্গে চুক্তি হয়েছে রাশিয়ার। জানা গিয়েছে, ভারতকে ১০ কোটি ভ্যাকসিন দেবে রাশিয়া। ভারতকে ‘স্পুটনিক’-ভি ভ্যাকসিন’ পাঠাবে রাশিয়া। এ বছরের শেষেই ভ্যাকসিন পেতে পারে ভারত।

আরো পড়ুন- করোনা যোদ্ধাদের জন্য সুখবর, স্বাস্থ্যবিমার মেয়াদ আরও ১৮০ দিন বাড়াল মোদি সরকার

রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই ভ্যাকসিন। প্রথম ধাপে এই ভ্যাকসিন ১৬০০ জনের ওপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন রুশ চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের দাবি এই ভ্যাকসিন প্রয়োগে মানুষের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে সক্ষম।

স্পুটনিক ভি’ নামে এই ভ্যাকসিন ইতিমধ্যেই বাজারে এনেছে রাশিয়া। এ বিষয়ে যাবতীয় ছাড়পত্র মিলেছে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর