"পঞ্চায়েত ভোট জোর করে করানোয় লোকসভায় হেরেছি" বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ - Bangla Hunt

“পঞ্চায়েত ভোট জোর করে করানোয় লোকসভায় হেরেছি” বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ

By Bangla Hunt Desk - September 15, 2020

বাংলা হান্ট ডেস্ক ; ২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের শোচনীয় হারের কথা বিশ্লেষণ করতে গিয়ে এবার নিজের দলের ভূমিকাকেই কাঠগড়ায় তুলে ফেললেন কোচবিহারে তৃণমূল সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। সোমবার চবিহারের গোপালপুরে এক ভরা সভায় দাঁড়িয়ে তিনি স্বীকার করলেন “পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় জোরজবস্তি করে ভোট নেওয়ার জন্যই লোকসভায় হেরেছি”। তার এই স্বীকারোক্তির পরেই জেলা জুড়ে তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে।

আরো পড়ুন- এই লক্ষণ গুলি থাকলে আপনি বুঝবেন যে খুব তাড়াতাড়ি প্রচুর টাকা আসতে চলেছে

২০১৩ ও ২০১৮ র পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে তৃণমূল। সেই সময় হিংসা, খুনোখুনি ও বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এতদিন এই নিয়ে সরব হতেন বিরোধী দলের নেতারাই। কিন্তু এবার দলের বিরুদ্ধে গিয়ে তৃণমূলের সমালোচনা করলেন দলেরই প্রাক্তন সংসদ।

এদিন কোচবিহারের গোপালপুরে এক জনসভায় তৃণমূলের সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, ‘‌‌পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় জোর জবরদস্তি ভোট নেওয়ার চেষ্টা হয়েছে। আর এর শাস্তিও পেয়েছে তৃণমূল’। অনেক নেতা খারাপ ব্যবহারে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তাই ওই নেতাদের আর দলে রাখা হবে না বলে জানান তিনি।

আরো পড়ুন- পুরোহিতদের ১ হাজার টাকা করে ভাতা দেবে সরকার, মিলবে বাড়িও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসলে উত্তরবঙ্গের সংগঠন নিয়ে বরাবরই মাথাব্যথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে লাগাতার গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ জেলা সভাপতি থাকাকালীন গোষ্ঠীদ্বন্দ্ব আরো চরমে ওঠে। মুখ্যমন্ত্রী এ নিয়ে বারংবার সতর্ক করলেও শোনেননি নেতারা। যার কারণেই লোকসভা ভোটে তৃণমূলের এমন ভরাডুবি। তাই গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল পরেশ অধিকারীকে। কিন্তু তিনিও বিপুল ভোটে হেরে যান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে। ফলে বর্তমান জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের ক্ষোভ স্বাভাবিক। সেই কারণেই এবার প্রকাশ্যে দলের ভুল আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর