বিজেপি কর্মীদের 'মেরে পা ভেঙে দেওয়ার' নিদান অনুব্রতর, FIR দায়ের করল বিজেপি - Bangla Hunt

বিজেপি কর্মীদের ‘মেরে পা ভেঙে দেওয়ার’ নিদান অনুব্রতর, FIR দায়ের করল বিজেপি

By Bangla Hunt Desk - September 15, 2020

বাংলা হান্ট ডেস্ক ; প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বিজেপি কর্মীদের ‘মেরে পা ভেঙে দেওয়ার’ উস্কানিমূলক মন্তব্য করায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে FIR দায়ের করল বিজেপি। সোমবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। যদিও অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।


আরো পড়ুন-
তৃণমূলের সরকারকে ‘চোরেদের সরকার’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

অভিযোগ, ১৫ই জুলাই বীরভূমের মল্লারপুরে এক কর্মীসভায় রেশন দুর্নীতি নিয়ে বিজেপি কর্মীদের “মেরে পা ভেঙে দেওয়ার” নিদান দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেছিলেন, “তোদের নাকি বিজেপি ঝামেলি করেছে? হাত নেই নাকি তোদের? মেরে পা ভেঙে দিবি। আমি মুখে যাই বলি, কাজ বন্ধ রাখবি না। এই বক্তব্যের পরেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মল্লারপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়।

আরো পড়ুন- চিনকে গো-হারা হারিয়ে রাষ্ট্রসঙ্ঘের নারী ক্ষমতায়ন সংক্রান্ত কমিশনে জয় পেল ভারত

যদিও বিজেপির এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচনের আগেই অনুব্রত মণ্ডলকে ভয় পেয়েছে বিজেপি। সেই জন্যই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছে বিজেপি। এসব করে অনুব্রত মণ্ডলের জনপ্রিয়তাকে কমানো যাবেনা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর