এখনও ভারত-চিন সীমান্ত সমস্যা মেটেনি, বেরোয়নি কোন সমাধান সূত্র, সংসদে জানালেন প্রতিরক্ষামন্ত্রী - Bangla Hunt

এখনও ভারত-চিন সীমান্ত সমস্যা মেটেনি, বেরোয়নি কোন সমাধান সূত্র, সংসদে জানালেন প্রতিরক্ষামন্ত্রী

By Bangla Hunt Desk - September 15, 2020

বাংলা হান্ট ডেস্ক ; আজ লোকসভায় ভারত-চিন সীমান্ত বিবাদ নিয়ে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এদিন তিনি জানান, সীমান্ত বিবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুই দেশই শান্তির ব্যাপারে সহমত। আমরা চাই শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। কিন্তু এখনও ভারত চিন সীমান্ত সমস্যা মেটেনি। কোনো সমাধান সূত্রও এখনও পাওয়া যায়নি।

আরো পড়ুন- পুরোহিতদের ১ হাজার টাকা করে ভাতা দেবে সরকার, মিলবে বাড়িও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন তিনি সংসদে সব সদস্যদের কাছে অনুরোধ জানান, ভারতের সার্বভৌম রক্ষা করতে আমাদের জওয়ানরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাচ্ছে। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য একটি প্রস্তাব পাস করা হোক, আমি আশা রাখি এতে জওয়ানদের মনোবল অটুট হবে। তিনি আরো জানান, চিন বেশ কয়েকবার সীমান্তে স্থিতাবস্থা বদলানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের জওয়ানরা তাদের এই চেষ্টা ব্যর্থ করেছে।

আরো পড়ুন-চিনকে গো-হারা হারিয়ে রাষ্ট্রসঙ্ঘের নারী ক্ষমতায়ন সংক্রান্ত কমিশনে জয় পেল ভারত

চিন এখনো প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপরে প্রচুর সেনা ও অস্ত্র শস্ত্র মোতায়েন করে রেখেছে। পূর্ব লাদাখ, প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণে, গোগরা অঞ্চলে প্রচুর চিনা সেনা অস্থায়ী শিবির গেড়ে রয়েছে। এই ভারতও ওই অঞ্চলগুলিতে প্রচুর সেনা মোতায়েন করে রেখেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর