বাংলা হান্ট ডেস্ক; বিশ্বমঞ্চে চিনকে হারিয়ে জয় পেল ভারত। রাষ্ট্রসংঘের (UN) নারী ক্ষমতায়ন সংক্রান্ত কমিশনের সদস্য পদে বিপুল ভোটে জয়ী হল ভারত। লড়াইয়ে আফগানিস্তান কিছুক্ষণ টিকে থাকলেও ধারে কাছে ঘেঁষতে পারেনি চিন।
রাষ্ট্রসঙ্ঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের অধীনে গুরুত্বপূর্ণ শাখা ‘কমিশন অন স্টেটাস অব উইমেন’। মহিলাদের অধিকার, নারী ক্ষমতায়ন এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ ইত্যাদি নিয়ে কাজ করে এই কমিশন।
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি মঙ্গলবার টুইট করে একথা জানান। তিনি টুইট করে লেখেন, রাষ্ট্রসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ECOSOC) বিভাগের কমিশন অফ স্ট্যাটাস অফ উইমেনের (UNCSW) সদস্য পদে বিপুল ভোটে জয়ী হয়েছে ভারত ।
উল্লেখ্য, সারা বিশ্বে নারীদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সাম্য রক্ষায় রাষ্ট্রসংঘের কমিশন অফ স্ট্যাটাস অফ উইমেন কাজ করে থাকে। ভারত ৪ বছরের জন্য এই কমিশনের সদস্য পদে জয়ী হল।
India wins seat in prestigious #ECOSOC body!
India elected Member of Commission on Status of Women #CSW. It’s a ringing endorsement of our commitment to promote gender equality and women’s empowerment in all our endeavours.
We thank member states for their support. @MEAIndia pic.twitter.com/C7cKrMxzOV
— PR UN Tirumurti (@ambtstirumurti) September 14, 2020
রাষ্ট্রসংঘের মোট ৫৪টি দেশের প্রতিনিধিরা এই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। তবে লড়াই ছিল মুলত ভারত, চিন এবং আফগানিস্তানের মধ্যে। সব সদস্যই ভোট দিয়েছে। কমিশনের সদস্য হওয়ার জন্য ন্যূনতম ভোট দরকার ছিল অর্ধেকের বেশি অর্থাৎ ২৮। গণনায় দেখা যায় সবচেয়ে বেশি ভোট পেয়েছে আফগানিস্তান, ৩৯টি। একটি ভোট কম অর্থাৎ ৩৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ভারত। চিনের বাক্সে পড়েছে ২৭টি ভোট।
ভোটের লড়াইয়ে ভারতের সঙ্গে পাল্লা দিয়েছে আফগানিস্তান। তবে ধোপে টেকেনি চিন। চিন শোচনীয়ভাবে হেরে গিয়েছে ভারতের কাছে।
লাদাখ পরিস্থিতির আবহে ভারতের এই জয়কে অত্যন্ত সম্মানজনক আখ্যা দিয়েছেন টি এস তিরুমূর্তি। তিনি জানান, ২০২৫ সাল পর্যন্ত রাষ্ট্রসংঘের কমিশন অফ স্ট্যাটাস অফ উইমেনের সদস্য হিসেবে সারা বিশ্বে নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সাম্যের জন্য লড়বে ভারত।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ই জুন ভারত সপ্তমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। সেখানে ১৯২ টি সদস্যদের মধ্যে ১৮৪ টি ভোট পায় ভারত।
Mamata Banerjee: “Labeled as Bangladeshi Just for Speaking Bengali” — Mamata Sharpens Her Arsenal to Defeat BJP in the 2026 Elections
তৃণমূলের শুদ্ধিকরণে অভিষেক, রিপোর্ট পেলেই ছাঁটাই!
Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের
ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের
গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার
Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?
‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!
Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid
Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June