পুরোহিতদের ১ হাজার টাকা করে ভাতা দেবে সরকার, মিলবে বাড়িও, ঘোষণা মুখ্যমন্ত্রীর - Bangla Hunt

পুরোহিতদের ১ হাজার টাকা করে ভাতা দেবে সরকার, মিলবে বাড়িও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

By Bangla Hunt Desk - September 14, 2020

বাংলা হান্ট ডেস্ক ; ইমাম ভাতার পাশাপাশি এবার রাজ্যের পুরোহিতরাও পাবেন ভাতা। পুজোর আগে থেকেই যাতে এই পুরোহিত ভাতা দেওয়া যেতে পারে তার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী বছর বিধানসভা ভোটের আগে যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরো পড়ুন-একুশে বিধানসভা নির্বাচনে হিন্দিভাষীদের কাছে পেতে এবার হিন্দি সেল গড়ল তৃণমূল

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যারা গরিব পুরোহিত, দরিদ্র সনাতনী ব্রাহ্মণ। হয়তো সারাবছর খুব বেশি পুজো পান না। আর্থিক সমস্যায় রয়েছেন। তাদের কথা মাথায় রেখেই সরকার ১০০০ টাকা করে পুরোহিত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরকম ৮ হাজার পুরোহিতের তালিকা আমরা পেয়েছি।

পাশাপাশি তাঁদের বাড়ি না থাকলে বাংলা আবাস যোজনায় পুরোহিতদের বাড়িও তৈরি করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর