সংসদে প্রথম দিনেই ১৭ জন সংসদকে করোনা পজিটিভ পাওয়া গেল - Bangla Hunt

সংসদে প্রথম দিনেই ১৭ জন সংসদকে করোনা পজিটিভ পাওয়া গেল

By Bangla Hunt Desk - September 14, 2020

সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই বিপত্তি, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মিনাক্ষি লেখি, অনন্ত কুমার হেগড়ে সহ ১৭ জন করোনা পজিটিভ।

জানা গিয়েছে এদিন লোকসভার চেম্বারে প্রায় ২০০ জন সংসদ উপস্থিত ছিলেন। আর মূল চেম্বারের ঠিক উপরে ভিজিটর্স গ্যালারিতে হাজির ছিলেন ৩০ জনেরও বেশি সাংসদ ছিলেন। লোকসভা চেম্বারে রাখা জায়ান্ট স্ক্রিনে দেখা যায় রাজ্যসভাতেও একইভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ হচ্ছে। ছ’জনের বসার জায়গায় তিনজন বসেছেন। কিন্তু এদিন দুপুরেই আসে দুঃসংবাদ। জানা যায়, বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি, অনন্ত কুমার হেগড়ে সহ ১৭ জন সাংসদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর