লকডাউনে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে জানা নেই , সংসদে বলল কেন্দ্র - Bangla Hunt

লকডাউনে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে জানা নেই , সংসদে বলল কেন্দ্র

By Bangla Hunt Desk - September 14, 2020

বাংলা হান্ট ডেস্ক; লকডাউনে দেশের সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। কাজা হারিয়ে অনেকেই ফিরে এসেছিলেন বাড়িতে। বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় অনেক শ্রমিকের মৃত্যুও হয়েছিল। কিন্তু লকডাউন চলাকালীন কত শ্রমিকের মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য ও পরিসংখ্যান নেই কেন্দ্রের কাছে। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে একথা বললেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ার।

আরো পড়ুন- তৃণমূলের সরকারকে ‘চোরেদের সরকার’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এদিন দেশের করোনা পরিস্থিতে লকডাউন নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এর মধ্যেই প্রশ্ন-উত্তর চলাকালীন এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

লকডাউনে বাড়ি ফেরার পথে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে সেই সম্পর্কে কেন্দ্রের কাছে কোন বিস্তারিত তথ্য আছে কি? লোকসভার অধিবেশন চলাকালীন এই প্রশ্নই করেন বিরোধীরা। জানতে চাওয়া হয় লকডাউনে বাড়ি ফেরার পথে কতজন পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন। তাদের কি কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র? প্রশ্নের উত্তরে শ্রম মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়াড় জানান, লকডাউনে সময় কত শ্রমিক প্রাণ হারিয়েছেন তার কোনো বিস্তারিত তথ্য নেই কেন্দ্রের কাছে। তাই ক্ষতিপূরণ দেওয়ার কোন প্রশ্নই ওঠে না।

আরো পড়ুন- করোনা পরিস্থিতিতে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের স্কলারশিপ দেবেন, জানালেন সোনু সুদ

প্রসঙ্গত, লকডাউন চলাকালীন কেন্দ্রের শ্রমিক স্পেশাল ট্রেনেই ৮০ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান লকডাউনে মোট ১.০৪ কোটি মানুষ লকডাউনে বাড়ি ফিরেছেন। এর মধ্যে প্রায় ৬০ লক্ষ ফিরেছে উত্তরপ্রদেশ, বিহার ও রাজস্থানে। লকডাউনে ৪৬১১ টি বিশেষ শ্রমিক ট্রেন চালিয়েছে কেন্দ্র। এদের মধ্যে প্রায় ৬৩ লক্ষ মানুষ ট্রেনে করেই নিজের বাড়ি ফেরেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর