করোনা পরিস্থিতিতে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের স্কলারশিপ দেবেন, জানালেন সোনু সুদ - Bangla Hunt

করোনা পরিস্থিতিতে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের স্কলারশিপ দেবেন, জানালেন সোনু সুদ

By Bangla Hunt Desk - September 13, 2020

বাংলা হান্ট ডেস্ক ; করোনা পরিস্থিতিতে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য এবার স্কলারশিপ দেওয়ার হবে। এমনটাই ঘোষণা করলেন বলিউডের বিখ্যাত অভিনেতা সোনু সুদ। তিনি জানিয়েছেন, যে সব পুড়ুয়াদের কলেজে পড়ার জন্য সাহায্যের দরকার তাদের পাশে তিনি থাকবেন।

সোনু একটি টুইটে লেখেন, দেশ তখনই এগোবে যখন দেশের সবাই পড়াশোনা পড়বে। পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ চালু করছি। আমি বিশ্বাস করি কারো পড়াশোনার ক্ষেত্রে অর্থ সমস্যা বাধা হয়ে দাঁড়ানো ঠিক নয়। স্কলারশিপের জন্য ১০ দিনের মধ্যে সবাই নাম নথিভুক্ত করো। আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করব।

আরেকটি টুইটে তিনি লিখেছেন, আমাদের পরিশ্রম ও ক্ষমতায়ই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। আমরা কোথা থেকে এসেছি, আমাদের আর্থিক অবস্থা কেমন, তার সঙ্গে ভবিষ্যতে সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। স্কুলের পড়া শেষ করে তোমরা যাতে কলেজে পড়তে পারো তার জন্যই আমি স্কলার্শিপ দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। যাতে তোমরা এগিয়ে যেতে পারো এবং দেশের উন্নতিতে অবদান রাখতে পারো।

আরো পড়ুন- ৩০ বছর ধরে একহাতে খাল কেটে গ্রামে জল আনলেন বিহারের লোঙ্গি ভূঁইয়া

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর