৩০ বছর ধরে একহাতে খাল কেটে গ্রামে জল আনলেন বিহারের লোঙ্গি ভূঁইয়া - Bangla Hunt

৩০ বছর ধরে একহাতে খাল কেটে গ্রামে জল আনলেন বিহারের লোঙ্গি ভূঁইয়া

By Bangla Hunt Desk - September 13, 2020

বাংলা হান্ট ডেস্ক ; ৩০ বছর ধরে একা হাতে খাল। খাল কেটে চাষের জন্য গ্রামে আনলেন জল। আজ তার নামে গ্রামে জয়জয়কার। এর জন্য কোন সরকারি সাহায্য পাননি বা ঈশ্বর কোন অলৌকিক ঘটনা ঘটেনি। নিজেই লেগে পড়েছিলেন কাজে।

বিহারের বাসিন্দা লেঙ্গি ভূঁইয়া, বিহারে গয়ার কাছে একটি গ্রামে থাকেন তিনি। জলের অভাবে গ্রামে চাষাবাদ তেমন হয় না। বৃষ্টির ওপরই ভরসা। তাই একদিন ঠিক করলেন খাল কেটে গ্রামে জল আনবেন তিনি। তাই কোনরকম সরকারি সাহায্য ছাড়া নিজেই লেগে পড়লেন কাজে। এরপর ৩০ বছর ধরে একহাতে কাটলেন খাল। খাল কেটে গ্রামে আনলেন জল। তার এই কাজে গ্রামের প্রায় তিন হাজার মানুষ দারুণভাবে উপকৃত হয়েছেন।

আরো পড়ুন- বিহারে ভোট, তার আগেই ৯০০ কোটি টাকার তিনটি প্রকল্প পেল বিহার

লোঙ্গি রোজই বাড়ি থেকে জঙ্গল পরিষ্কার করে খাল কাটার কাজে লেগে পড়তেন। গ্রামের লোক তাকে এই কাজে বাধা দিয়েছেন। কিন্তু ৭২ বছর বয়সী লোঙ্গি সবার বিরুদ্ধে গিয়েই এই কাজ করেছেন। আর আজ তার নামে গ্রামে জয়জয়কার। বিহারের দশরথ মাঝির মতো তার পরিশ্রমও আজ সার্থক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর