কোল আলো করে ফুটফুটে সন্তান জন্ম দিলো শুভশ্রী, খুশির হাওয়া রাজের পরিবারে - Bangla Hunt

কোল আলো করে ফুটফুটে সন্তান জন্ম দিলো শুভশ্রী, খুশির হাওয়া রাজের পরিবারে

By Bangla Hunt Desk - September 12, 2020

বাংলা হান্ট ডেস্ক ; অবশেষে কোল আলো করে ফুটফুটে সন্তানের জন্ম দিল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবারই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয রাজ শুভশ্রীর প্রথম সন্তান। সন্তান জন্ম হওয়ার আনন্দে বেজায় খুশি রাজ-শুভশ্রীর দুই পরিবার।

মাতৃত্বের অনুভূতি বেশ চুটিয়ে উপভোগ করেছেন শুভশ্রী। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তার কাছে ছিল নতুন। সে কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী।

শনিবার কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে জন্ম হয় রাজ-শুভশ্রীর প্রথম সন্তান। সূত্রের খবর সন্তান সুস্থই আছেন। সন্তান জন্মের সময় সাক্ষী ছিলেন বাবা রাজ চক্রবর্তী। স্বভাবতই রাজ-শুভশ্রীর সন্তান জন্মের খবরে খুশির হাওয়া টলিপাড়ায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর