পুজোর আগেই কি চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা? জানালেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম - Bangla Hunt

পুজোর আগেই কি চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা? জানালেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম

By Bangla Hunt Desk - September 11, 2020

বাংলা হাট ডেস্ক ; পুজোর আগেই চালু হতে পারে লোকাল ট্রেন, এমনই ইঙ্গিত দিল দক্ষিণ-পূর্ব রেলের জিএম।

আরো পড়ুন- রাজস্ব ঘাটতি খাতে পশ্চিমবঙ্গকে ৪১৭ কোটি টাকা দিলো কেন্দ্র

এদিন এক সাংবাদিক সম্মেলনে জিএম জানান ‘ পুজোর আগেই লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে ভাবনা চিন্তা চলছে। খুব শিগগিরই রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে রাজ্যকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন ‘ আগামী দিনে মেট্রো পরিষেবা কেমন হচ্ছে সেটা আমরা দেখতে চাই। পাশাপাশি আগামী দিনে আমরা ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকতে চাইছি । করোনা সংক্রমণ এড়াতেই এমন ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর