বিনা কারণে বিজেপি কর্মীকে থানায় তুলে আনার প্রতিবাদে তপন থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি - Bangla Hunt

বিনা কারণে বিজেপি কর্মীকে থানায় তুলে আনার প্রতিবাদে তপন থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি

By Bangla Hunt Desk - September 10, 2020

বালুরঘাট, ১০ সেপ্টম্বর ; গভীর রাত্রে বিনা দোষে বিজেপির যুব মোর্চার কর্মকর্তা মুকুল সাহাকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে আসার প্রতিবাদে দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার সামনে বিক্ষোভ অবস্থান বিজেপির। তপন বিজেপির যুব মোর্চার দাবি যতক্ষন না পুলিশ তাদের নেতাকে থানা থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষন তাদের এই বিক্ষোভ অবস্থান চলবে। এই ঘটনাকে ঘিরে তপন এলাকায় চঞ্চল্য।

তপন থানার সামনে অবস্থানরত বিজেপির যুব মোর্চার তরফে তপন থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলা হয় গতকাল রাত দুটোর সময় তপন থানার পুলিশ মুকুল সাহার বাড়িতে ঢুকে বিনা অপরাধে পুলিশ মুকুল সাহাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে আমরা থানায় গিয়ে জানতে পারি তার নামে অভিযোগ বা কোন কেস নেই। তাহলে কোন অভিযোগ বা কেস যখন নেই তাহলে কেন পুলিশ তাকে ধরে নিয়ে আসল। বিনা অপরাধে একজনকে এভাবে ধরে নিয়ে আসার ব্যাপারে জানতে পেরে থানার অফিসাররের নিকট তাকে ছেড়ে দেবার দাবি জানালে অফিসার তাদের বলে তাকে থানা থেকে ছাড়া যাবে না। আদালত থেকে জামিন নিতে হবে। জেলা বিজেপির যুব মোর্চার অবস্থান বিক্ষোভে সামিল নেতার অভিযোগ থানা একবার বলছে তার নামে কোন অভিযোগ নেই আবার বলছে তাকে আদালত থেকে জামিন নিতে হবে। এর প্রতিবাদে যতক্ষন না পুলিশ বিনা অপরাধে ধরে নিয়ে আসা মুকুল সাহাকে ছেড়ে দিচ্ছে ততক্ষন তাদের তপন থানার সামনে এর প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ চলবে বলে ওই যুব মোর্চা নেতৃত্বর দাবি।

যদিও পুলিশ এব্যাপারে মুখ খুলতে নারাজ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর