রাজ্য বিজেপির পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়ে কি জানালেন শোভন! দেখে নিন - Bangla Hunt

রাজ্য বিজেপির পূর্ণাঙ্গ কমিটিতে পদ পেয়ে কি জানালেন শোভন! দেখে নিন

By Bangla Hunt Desk - September 09, 2020

বাংলা হান্ট ডেস্ক ; মঙ্গলবার গঠিত হয়েছে রাজ্য বিজেপির পূর্ণাঙ্গ কমিটি। সেই কমিটিতে স্থায়ী সদস্য হিসেবে পদ পেয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কিন্তু প্রায় এক বছর পর পদ পেলেও শোভন খুশি নন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

বিজেপির পদ প্রাপ্তি নিয়ে মুখ খুললেন শোভন। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, আমার সঙ্গে আলোচনা না করেই আমার নাম ঘোষণা করা হয়েছে। আমাকে দলের তরফে কিছু জানানো হয়নি। আমি জেনেছি সংবাদমাধ্যম থেকে।

আরো পড়ুন- কন্যাশ্রীর পর এবার বিশ্বমঞ্চে সেরার সেরা বাংলার ‘সবুজ সাথী’

এব্যাপারে বিষয় বিজেপি নেতা সায়ন্তন বসু জানান, দলের সমস্ত বিধায়কই কমিটিতে জায়গা পেয়েছে। শোভন চট্টোপাধ্যায়ও একজন বিধায়ক, তাই তাকেও জায়গা করে দেওয়া হয়েছে।

বিজেপিতে যোগদানের পরে দলে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি শোভনকে। উল্টে বারবার তার তৃণমূলে ফেরার খবর ছড়িয়েছে। শোভনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন সুরক্ষিত করবার বিনিময় বিজেপিতে সক্রিয় হতে চান তিনি। আর তা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপির সাফ কথা আমাদের শোভন চাই, বৈশাখী নয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর