BIG BREAKING: চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে খুলবে স্কুল, অনুমতি দিল কেন্দ্র - Bangla Hunt

BIG BREAKING: চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে খুলবে স্কুল, অনুমতি দিল কেন্দ্র

By Bangla Hunt Desk - September 08, 2020

বাংলা হান্ট ডেস্ক; এবার স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্র। আগামী ২১শে সেপ্টেম্বর থেকে খোলা যাবে স্কুল। পুরোপুরি না হলেও আংশিকভাবে স্কুল খোলা যাবে। মঙ্গলবার একটি গাইডলাইন প্রকাশ করে এমনটাই ঘোষণা করেছে কেন্দ্র।

মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ হয়েছে স্কুল। বেশিরভাগ ক্লাসই চলছে অনলাইনে। তাই এবার স্কুল খোলার অনুমতি দিল কেন্দ্র। তবে নবম-দ্বাদশ শ্রেণীর ছাত্ররাই যেতে পারবে স্কুলে। ছোটদের জন্য এখনও বন্ধ থাকছে স্কুল।

গাইডলাইনে বলা হয়েছে, অনলাইনে ক্লাস চলবে। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা চাইলে স্কুল যেতে পারবে। এর জন্য অভিভাবক থেকে লিখিত অনুমতি এনে ক্লাসে জমা দিতে হবে।

স্কুলে অবশ্যই সোশ্যাল ডিসটেন্স মেনে চলতে হবে। এছাড়াও মাক্স এবং স্যানিটাইজার ব্যবহার করা আবশ্যিক।

শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষিত কর্মীদের ৫০ শতাংশ কর্মী নিয়ে স্কুল খোলা যাবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর