অবশেষে রাশিয়ার বাজারে এল করোনা টিকা, ভারতে কবে আসছে ভ্যাকসিন! জেনে নিন.. - Bangla Hunt

অবশেষে রাশিয়ার বাজারে এল করোনা টিকা, ভারতে কবে আসছে ভ্যাকসিন! জেনে নিন..

By Bangla Hunt Desk - September 08, 2020

বাংলা হান্ট ডেস্ক ; দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে এল করোনা টিকা। ‘স্পুটনিক ভি’ নামে এই টিকা বাজারে আনল রাশিয়া। এ বিষয়ে যাবতীয় ছাড়পত্র মিলেছে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের তরফে। ইতিমধ্যেই ‘স্পুটনিক ভি’ এর প্রথম ব্যাচ রাশিয়ার বাজারে আনা হয়েছে বলে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে।

রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই ভ্যাকসিন। প্রথম ধাপে এই ভ্যাকসিন ১৬০০ জনের ওপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন রুশ চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের দাবি এই ভ্যাকসিন প্রয়োগে মানুষের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে সক্ষম।

জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই ভ্যাকসিন প্রয়োজন অনুসারে বিভিন্ন এলাকায় ডেলিভারি শুরু হয়ে যাবে যাবে।

এদিকে বিশ্বের প্রথম করানোর ভ্যাকসিন আবিষ্কার করে নয়া রেকর্ড গড়ে রাশিয়া। সূত্রের খবর, সেপ্টেম্বরেই ভারতে এই ভ্যাকসিনের মানবদেহে ট্রায়াল শুরু হতে চলেছে। তার জন্য প্রস্তুতিও চলছে জোড় কদমে। ভারতের পাশাপাশি সৌদি আরব, ব্রাজিল, তাইওয়ান, ফিলিপিনসেও শুরু হবে ‘স্পুটনিক ভি’ এর ক্লিনিকাল ট্রায়াল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর