কঙ্গনা রানাওয়তকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ সাংসদ মহুয়া মৈত্র - Bangla Hunt

কঙ্গনা রানাওয়তকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ সাংসদ মহুয়া মৈত্র

By Bangla Hunt Desk - September 08, 2020

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়তকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন ছুড়লেন সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইট করে লিখেছেন পুলিশের কি কাজ কম পড়েছে?

সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়ত। এমনকি মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন তিনি। এরপরেই মুম্বাইয়ে শিবসেনার রোষের মুখে পড়েন তিনি। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তাঁকে y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়।

কঙ্গনা রানাওয়তকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার বিষয় সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, ‘ভারতে প্রতি ১ লক্ষ জনসংখ্যা পিছু পুলিশকর্মীর সংখ্যা ১৩৮ জন। যা বিশ্বের ৭১টি দেশের তালিকায় পিছন দিক থেকে পঞ্চম। সে দেশে একজন বলিউড টুইটার সেলিব্রিটি Y+ নিরাপত্তা পাবেন কেন? পরিকাঠামোর এর থেকে ভাল ব্যবহার আর কীই বা হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রীমশাই?’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর