ত্রাণের ১০ কোটি টাকা বেনামে অন্য একাউন্টে ট্রান্সফার, অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের - Bangla Hunt

ত্রাণের ১০ কোটি টাকা বেনামে অন্য একাউন্টে ট্রান্সফার, অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের

By Bangla Hunt Desk - September 07, 2020

আর্থিক তছরুপ কান্ডে ফের নাম জানালো ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। এবার ত্রাণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে অর্জুন সিংহ তার ভাইপো সৌরভ সিং এর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে anti-corruption ব্রাঞ্চ।

চেয়ারম্যান রিলিফ ফান্ডের ১০ কোটি টাকা বেনামে অন্য একাউন্টে টান্সফার করার অভিযোগ উঠেছে অর্জুন সিং ও তার ভাইপো সৌরভ সিং এর বিরুদ্ধে। জানা গিয়েছে সরকারি নিয়ম ভেঙে ওই ত্রাণ তহবিল তৈরি করা হয়েছে। লেনদেনের যুক্ত ব্যাঙ্ক গুলির সমস্ত নথি খতিয়ে দেখার পরেই এই আর্থিক তছরুপের ঘটনা সামনে এসেছে। এরপরেই সংসদ অর্জুন সিং তার ভাইপো সৌরভ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে anti-corruption ব্রাঞ্চ। যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে সাংসদ অর্জুন সিং।

প্রসঙ্গত, এর আগেও ভাটপাড়া সমবায় ব্যাংকের ২৫ কোটি টাকা কেলেঙ্কারি কান্ডের নাম জড়ায় অর্জুন সিং ও তার ভাইপো সঞ্জিত সিংয়ের। সেই মামলা এখনো চলছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর