কলকাতায় ৮ই সেপ্টেম্বর থেকে চলবেনা মেট্রো, পিছিয়ে গেল মেট্রো চালুর দিন - Bangla Hunt

কলকাতায় ৮ই সেপ্টেম্বর থেকে চলবেনা মেট্রো, পিছিয়ে গেল মেট্রো চালুর দিন

By Bangla Hunt Desk - September 03, 2020

রাজ্যে পিছিয়ে গেল মেট্রো চলাচলের দিন। এ বিষয়ে বৃহস্পতিবার নবান্নে বৈঠকে করেন রাজ্য এবং মেট্রো রেলের আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৮ই সেপ্টেম্বর থেকে রাজ্যে চলবে না মেট্রো। জানা গিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি অর্থাৎ ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে মেট্রো পরিষেবা। মনে করা হচ্ছে যাত্রী সুরক্ষা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ নবান্নে বৈঠকে বসে রাজ্য প্রশাসন ও মেট্রো রেলের আধিকারিক। রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব, পরিবহন দপ্তর আধিকারিক, কলকাতা পুলিশের কমিশনার, director-general, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, কলকাতা পুরসভার আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়। জানা গিয়েছে, মূলত যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর