রাজ্যে ১৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ, পুজোর পরেই বিজ্ঞপ্তি প্রকাশ - Bangla Hunt

রাজ্যে ১৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ, পুজোর পরেই বিজ্ঞপ্তি প্রকাশ

By Bangla Hunt Desk - September 03, 2020

পশ্চিমবঙ্গে প্রকাশিত হতে চলেছে টেট (TET) পরীক্ষা নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। ২০১৭ সালে শেষবার টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার।

সূত্রে খবর, দুর্গাপূজার পরেই দ্রুত টেট (TET) পরীক্ষা নিয়োগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে নবান্ন সূত্রে খবর। প্রথম দফায় ১৫০০০ এর বেশি নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

গত তিন বছরে টেট পরীক্ষায় বসার জন্য প্রচুর শিক্ষার্থী আগ্রহ প্রকাশ করেছেন। জানা গিয়েছে, প্রথম দফায় আবেদন করতে পারবেন শুধুমাত্র সেই সব প্রার্থীরা, যারা ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আবেদন করেননি। যারা ২০১৭ সালে আবেদন করেছিলেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই বলেও জানা গিয়েছে। তবে সকল পরীক্ষার্থীই পরীক্ষা দিতে পারবেন বলে জানা গিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর