বাঁকুড়া জেলায় বিজেপিতে ভাঙন, প্রায় ২০০ বিজেপি নেতা-কর্মীর যোগ দিল তৃণমূল কংগ্রেসে - Bangla Hunt

বাঁকুড়া জেলায় বিজেপিতে ভাঙন, প্রায় ২০০ বিজেপি নেতা-কর্মীর যোগ দিল তৃণমূল কংগ্রেসে

By Bangla Hunt Desk - September 02, 2020

বাপ্পাই দত্ত:- ফের বাঁকুড়া জেলায় বিজেপিতে ভাঙন। এদিন প্রায় ২০০ জন বিজেপি নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বাঁকুড়া জেলায় বিজেপির বিভিন্ন শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন সেল ও মোর্চার দায়িত্বে থাকা নেতাকর্মীরা বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি অধ্যাপক শ্যামল সাঁতরা নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূলের সভাপতি অধ্যাপক শ্যামল সাঁতরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই আজ বিজেপি থেকে প্রায় ২০০ জন নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসের যোগ দান করলেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর