'পরীক্ষা বানচাল করতে চাইছে তৃণমূল, পূর্ণ লকডাউন নিয়ে রাজ্যকে তোপ দাগলেন দিলীপ ঘোষ - Bangla Hunt

‘পরীক্ষা বানচাল করতে চাইছে তৃণমূল, পূর্ণ লকডাউন নিয়ে রাজ্যকে তোপ দাগলেন দিলীপ ঘোষ

By Bangla Hunt Desk - August 31, 2020

বাংলা হান্ট ডেস্ক ; সোমবারই রাজ্য সরকার নির্দেশিকা জারি করে বলেছে পূর্বনির্ধারিত সূচি মেনেই রাজ্যে ৭, ১১ ও ১২ তারিখ সম্পূর্ণ লকডাউন হবে। ইতিমধ্যেই কেন্দ্র এ বিষয়ে একটি গাইডলাইন জারি করে স্পষ্ট করে দিয়েছে যে, এবার থেকে কনটেনমেন্ট জোন গুলোর বাইরে লকডাউন জারি করা যাবেনা। আর তা করলে কেন্দ্রের অনুমতি নিতে হবে। কিন্তু কেন্দ্রের নির্দেশিকা কার্যত উপেক্ষা করেই পূর্বনির্ধারিত সূচি বজায় রাখল রাজ্য। আর ঠিক এখানেই আপত্তি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

এদিন দিলীপ ঘোষ বলেন, পরীক্ষা বানচাল করার জন্যই রাজ্য সরকার এমনটা করছে। পরীক্ষা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা রাহুল সিনহাও। তিনি বলেন, কেন্দ্রের নির্দেশ অমান্য করা সংবিধান বিরোধী। কেন্দ্র জানানোর পর কিভাবে রাজ্য প্রশাসন তার সিদ্ধান্ত বহাল রাখল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এদিকে, NEET এবং JEE পরীক্ষায় রাজ্যের পরিক্ষার্থীদের পাশে দাড়াতে উদ্যোগী বঙ্গ বিজেপি। রাজ্যে যে সকল ছাত্র ছাত্রীরা NEET এবং JEE পরীক্ষা দেবেন তাদের জন্য পরিবহনের ব্যবস্থা করেছে বঙ্গ বিজেপি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর