দুর্দান্ত অফার নিয়ে হাজির JioFiber, সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন - Bangla Hunt

দুর্দান্ত অফার নিয়ে হাজির JioFiber, সুযোগ হাতছাড়া করলে পস্তাবেন

By Bangla Hunt Desk - August 31, 2020

দুর্দান্ত অফার নিয়ে হাজির রিলায়েন্স Jio Fiber। এবার সংস্থাটি সব প্লানেই দ্বিগুণ ডেটা অফার ঘোষণা করেছে। এবার ৩০ দিনের জন্য একেবারে ফ্রী ট্রিয়ালের অবিশ্বাস্য সুযোগ দিচ্ছে Jio Fiber।

রিলায়েন্স জিও-এর তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের ৩০ দিনের এই ফ্রি ট্রিয়ালে পরিষেবা পছন্দ না হলে নিঃশর্তে ফেরত দিতে পারবেন জিও ফাইবারের সেটআপ বক্স। এর জন্য গ্রাহকদের কোন প্রশ্ন বা শর্তের মুখোমুখি হতে হবে না।

Jio Fiber- তাদের ব্রডব্যান্ড প্ল্যান এনেছে মাত্র ৩৯৯ টাকা থেকে। এই প্ল্যানে ৩০ Mbps ইন্টারনেট স্পিড আর ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা। এ ছাড়াও ৬৯৯ টাকার প্ল্যানে ১০০ Mbps স্পিড, ৯৯৯ টাকার প্ল্যানে ১৫০ Mbps স্পিড আর ১,৪৯৯ টাকার প্ল্যানে ৩০০ Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। Jio Fiber-এর সবকটি ব্রডব্যান্ড প্ল্যানেই ফ্রি ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর