মুকুল রায়ের সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নলহাটির ব্লক সভাপতিকে তলব অনুব্রতর - Bangla Hunt

মুকুল রায়ের সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নলহাটির ব্লক সভাপতিকে তলব অনুব্রতর

By Bangla Hunt Desk - August 31, 2020

বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠক করায় তৃণমূলের সভাপতিকে তলব করলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের নলহাটির তৃণমূলের ব্লক সভাপতি ‘বিভাস অধিকারিকে’ মঙ্গলবার ডেকে পাঠিয়েছেন জেলা সভাপতি অনুভূত মন্ডল। সূত্রের খবর মুকুলের সঙ্গে তার কি কথা হলো তাই জানতে চাইবে দল।

রবিবার দুপুরে আচমকাই নলহাটি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারি প্রতিষ্ঠিত আশ্রমে চলে আসেন মুকুল রায়। নলহাটি দু নম্বর ব্লকের নবহিমায়েতপুরে অনুকুল চন্দ্রের ওই আশ্রমটি প্রতিষ্ঠা করেন বিভাসবাবু। সেখানে পুজোয় অংশগ্রহণ করেন মুকুল রায়। তারপর আশ্রমের অতিথিশালার কামরা বন্ধ করে একান্তে বেশ খানিকক্ষণ কাটান দুজন।

বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে মুকুল রায় কেন? গত কয়েকদিন ধরেই বীরভূমে গতিবিধি বেড়েছে মুকুল রায়ের। বিধানসভা নির্বাচনের আগে অনুব্রতের ঘরে সিঁধ কাটতে ঘুরে বেড়াচ্ছেন মুকুল রায় বলে দাবী তৃণমূল।

এনিয়ে বিভাস বাবু বলেন, মুকুলদা ব্যক্তিগত সম্পর্কের তাগিদে এসেছেন আমার বাড়ি। এই নিয়ে রাজনৈতিক রঙ চড়াবেন না। তাছাড়া আশ্রমে যে কেউ আসতে পারে। তাছাড়া কিছুদিন আগে আমি পথ দুর্ঘটনায় জখম হয়ে ছিলাম, তাই মুকুলদা আমাকে দেখতে এসেছে।

এ নিয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, “বিভাস তাঁর মন্দিরের পুজোয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি না করতে পারিনি। মানুষের ভালোবাসার তাগিদ আর ঠাকুরের প্রতি শ্রদ্ধাই তাঁকে টেনে এনেছে বীরভূমের নলহাটিতে বিভাস অধিকারীর বাড়িতে। বিভাস আমার পুরনো সঙ্গী। তাই দেখা করতে এসেছি।”

তবে এসব মানতে নারাজ অনুব্রত মণ্ডল। কেন মুকুল রায়ে সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং মুকুলের সঙ্গে তার কি কথা হয়েছে, তা জানতেই মঙ্গলবার ‘বিভাস অধিকারিকে’ তলব করেছেন তিনি। জবাবে সন্তুষ্ট না হলে বিভাস বাবুকে বহিষ্কারের পথে হাঁটতে পারে তৃণমূল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর