বাংলা হান্ট ডেস্ক ; আদালত অবমাননার মামলা আইনজীবী প্রশান্ত ভুষন কে ১ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। আর সেই জরিমানার টাকা ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ না করলে তাকে তিন মাসের জন্য জেলে থাকতে হবে। এবং তিন বছরের জন্য আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না তিনি। বেশ কিছুদিন ধরে সওয়াল জবাবের পর সোমবার এই রায় দিয়েছে বিচারপতির অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ।
Supreme Court bench headed by Justice Arun Mishra assembles to read out the judgement with respect to the sentencing of lawyer Prashant Bhushan in the contempt case against him pic.twitter.com/bLWOUQiDpj
— ANI (@ANI) August 31, 2020
বেশ কিছুদিন আগে দেশের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কে নিয়ে টুইট করে বিতর্কে জড়ান আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি টুইট করে লেখেন “ঐতিহাসিকবিদরা যখন গত ৬ বছরের দিকে পেছন ফিরে তাকাবেন, তখন দেখতে পাবেন, জরুরি অবস্থা না হওয়া সত্ত্বেও কিভাবে দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, আর এই কাজে শেষ চারজন প্রধান বিচারপতির ভূমিকাও আলাদা করে বর্ণনা করতে পারবেন তারা। আর আরেকটি টুইটে সরাসরি প্রধান বিচারপতি এস এ বোবদের হার্লে ডেভিডসন বাইক চড়া নিয়ে আপত্তি তোলেন এই বর্ষীয়ান আইনজীবী। তিনি টুইট করে জানান ” দেশের এই সংকটকালে প্রধান বিচারপতি মাক্স এবং হেলমেট ছাড়াই বাইক চড়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ লকডাউনে নাগরিকরা বিচার পাচ্ছেন না” প্রশান্ত কিশোরের এই দুই টুইটকেই আদালত অবমাননা হিসাবে গণ্য করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়।
এরপর এই মামলায় সুপ্রিম কোর্ট অবশ্য প্রশান্ত ভুষন কে একাধিকবার ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু প্রশান্ত ভুষন কোনভাবেই ক্ষমা চাইতে রাজি নন। তিনি বলেন “বিচার ব্যবস্থার উন্নতির জন্যই তিনি এই কথা বলেছেন, এরজন্য ক্ষমা চাইলে তার বিবেকের অবমাননা হবে, তাই আদালত যা শাস্তি দেবে সেটা মাথা পেতে নেবে না তিনি। অবশেষে বেশ কিছুদিন ধরে সওয়াল-জবাবের পর গত ২৫ আগস্ট এই মামলার শুনানি ছিল। সেইদিনই আদালত এই মামলার চূড়ান্ত রায় দেয়।
Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?
‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!
Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid
Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June
Former Pakistani Prime Minister Imran Khan Nominated for the Nobel Peace Prize
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো