ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে, কবে আসবে করোনা ভ্যাকসিন! জানানো স্বাস্থ্যমন্ত্রী - Bangla Hunt

ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে, কবে আসবে করোনা ভ্যাকসিন! জানানো স্বাস্থ্যমন্ত্রী

By Bangla Hunt Desk - August 23, 2020

চলতি বছরের শেষের দিকেই ভারতে আসতে পারে করোনা ভ্যাকসিন। এমনটাই আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

আরো পড়ুন- শহরে চিকিৎসার গাফিলতিতে প্রস্তুতি মৃত্যুর অভিযোগ, পরিবারের তরফে FIR দায়ের থানায়

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘দেশের তিনটি করোনা ভ্যাকসিন এর মধ্যে একটির ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায় রয়েছে। আশাকরি চলতি বছরের শেষেই উৎপাদন শুরু করতে পারব’। তিনি আরো জানান, ভারতের সুস্থতার বেড়েছে। বর্তমানে ৭৫ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন। মোট ২২ লাখ মানুষ এখনো সুস্থ হয়েছেন। আরও ৭ লাখ মানুষ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এদিকে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯,৯১০ জন। এবং মৃত্যু হয়েছে ৯১১ জনের।

আরো পড়ুন- মালদায় বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন, বিজেপি ছেড়ে ৫০০ নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে

নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ লক্ষ ৪৪ হাজার ৯৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ লক্ষ ৮০ হাজারেরও বেশি মানুষ। মোট অ্যাক্টিভ কেস ৭ লক্ষ ৭ হাজারের বেশি। দেশজুড়ে করোনায় মৃত্যু হয়েছে মোট ৫৬ হাজার ৭০১ জনের

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর