শহরে চিকিৎসার গাফিলতিতে প্রস্তুতি মৃত্যুর অভিযোগ, পরিবারের তরফে FIR দায়ের থানায় - Bangla Hunt

শহরে চিকিৎসার গাফিলতিতে প্রস্তুতি মৃত্যুর অভিযোগ, পরিবারের তরফে FIR দায়ের থানায়

By Bangla Hunt Desk - August 23, 2020

ফের শহরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল। অভিযোগ শহরের এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হল থানায়।

আরো পড়ুন- ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে, কবে আসবে করোনা ভ্যাকসিন! জানানো স্বাস্থ্যমন্ত্রী

ঘটনাটি ঘটেছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে মৃতার নাম রিমা বসু। বয়স ৩০ বছর। পরিবারের লোকেদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে রিমার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩০ শে আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় ৩০ বছর অন্তঃসত্ত্বা রিমিকে। পরেরদিন একুশে আগস্ট তার ইউসজি (USG) করা হয়। এই কারণে সারাদিন তাকে না খাইয়ে রাখা হয়। ২২ শে আগস্ট রিমার সিজার করা হয়। তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু এরপর থেকেই কোন চিকিৎসক বা নার্স কেউই চেকআপে আসেন নি বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। আজ রবিবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর মৃত্যু হয় রিমার।

আরো পড়ুন-দেশের মধ্যে এ রাজ্য থেকে সেরা শিক্ষকের মর্যাদা পাচ্ছেন এই শিক্ষিকা

পরিবারের পক্ষ থেকে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রিমার চিকিৎসায় কোনরকম গাফিলতি হয়নি। রিমাকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছে চিকিৎসকরা। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর