সোমবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে - Bangla Hunt

সোমবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

By Bangla Hunt Desk - August 22, 2020

আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই বাড়বে বৃষ্টিপাত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা প্রবল। তাই জোড়া নিম্নচাপে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আরো পড়ুন- ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে, কবে আসবে করোনা ভ্যাকসিন! জানানো স্বাস্থ্যমন্ত্রী

শনিবার বৃষ্টি কিছুটা কম হলেও সারাদিন আকাশ ছিল মেঘলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্তমানে বর্ষা সক্রিয় থাকলেও দোসর নিম্নচাপ। তাই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। তাই হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হবে। এবং গতি বাড়বে নিম্নচাপের, মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টি।

আরো পড়ুন- একু’শের নির্বাচনে শান তৃণমূলের, বঙ্গ রাজনীতিতে পা ৬ লক্ষ তরুণ-তরুণীর

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ‘ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরি হতে পারে। সোমবার থেকে বৃষ্টি অল্প বাড়তে পরে। ধীরে ধীরে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর