শিলিগুড়ি থেকে গ্রেফতার বিহারের কুখ্যাত সুপারি কিলার উদয় যাদব - Bangla Hunt

শিলিগুড়ি থেকে গ্রেফতার বিহারের কুখ্যাত সুপারি কিলার উদয় যাদব

By Bangla Hunt Desk - August 20, 2020

শিলিগুড়ি, ২০ আগষ্ট ; শিলিগুড়িতে গ্রেফতার বিহারের কুখ্যাত সুপারি কিলার উদয় যাদব। বিহার থেকে পালিয়ে শিলিগুড়িতে এসে গা ঢাকা দিয়েছিল বিহারের এই কুখ্যাত অপরাধী উদয় যাদব। অবশেষে বিশেষ অভিযান চালিয়ে শিলিগুড়ি সংলগ্ন গোরা মোড়ের কাছ থেকে তাকে গতকাল রাত্রে গ্রেফতার করে বিহার পুলিশ ও এন জি পি থানার পুলিশের এক যৌথ্য দল। বিহার থেকে এসে শিলিগুড়িতে গা ঢাকা দিয়ে বসে থাকা এক কুখ্যাত সুপারি কিলার ধরা পড়ার খবর চাউড় হতেই শিলিগুড়ি জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে।

সূত্রের খবর, অভিযুক্ত উদয় যাদব বিহারের পাটনার বাসিন্দা।বিহারে গাড়ির খালাসির কাজ করত সে।পাশাপাশি টাকার বিনিময়ে খুন করতো সে।বিহারে একাধিক খুনের মামলায় বিহার পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। এদিকে বিহার থেকে পালিয়ে শিলিগুড়ি সংলগ্ন গোরা মোড়ের একটি গুদামে গা ঢাকা দিয়েছিল উদয় যাদব।সেই খবর পাওয়া মাত্র বিহার পুলিশ যোগাযোগ করে এনজেপি থানার পুলিশের সাথে।বুধবার রাতে যৌথ অভিযান চালিয়ে উদয়কে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তাকে ট্রানজিট রিমান্ডে পাটনায় নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর