বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস - Bangla Hunt

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস

By Bangla Hunt Desk - August 20, 2020

কয়েকদিন ধরেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার জেরে মঙ্গলবার থেকেই হালকা ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৫ শে আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গও কয়েকদিন ধরে নিম্নচাপ জোরালো হচ্ছিল। তার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আকাশ মেঘলা মাঝেমধ্যেই যে বৃষ্টি হচ্ছে।

হাওয়া অফিস জানিয়েছে’ উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ জট পাকাতে শুরু করেছে। ক্রমে তা ঘনীভূত হয়ে নিম্নচাপের চেহারা নিতে চলেছে’। নিম্নচাপের যে গতিতে এগোচ্ছে তাতে মনে হচ্ছে আগামী ২৫ শে আগস্ট অব্দি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সমুদ্রের জল স্তর বাড়ার আশঙ্কায় সমুদ্র সৈকত গুলিতে জারি হয়েছে সর্তকতা। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রের ট্রলারে যেতে বারণ করা হয়েছে।

আরো পড়ুন- আগামী শনিবার গনেশ চতুর্দশী, বাড়িতে গনেশ থাকলে সংসারে আসবে বুদ্ধি, সম্মান প্রতিপত্তি

আবহাওয়াবিদরা বলছেন, উড়িষ্যা উপকূলে এখন যে নিম্নচাপ রয়েছে তার বেশ ভালোরকম প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। আজ কলকাতায় সকাল থেকে ছিল আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি চলছে সকাল থেকে। হাওয়া অফিস জানিয়েছে কলকাতা তো বটেই তার সঙ্গে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনিপুর পুরুলিয়া ও বাঁকুড়াতে। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে একটানা বৃষ্টি শুরু হয়ে যাবে দুই মেদিনীপুর, বর্ধমান ও বাঁকুড়াতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর