আগামী শনিবার গনেশ চতুর্দশী, বাড়িতে গনেশ থাকলে সংসারে আসবে বুদ্ধি, সম্মান প্রতিপত্তি - Bangla Hunt

আগামী শনিবার গনেশ চতুর্দশী, বাড়িতে গনেশ থাকলে সংসারে আসবে বুদ্ধি, সম্মান প্রতিপত্তি

By Bangla Hunt Desk - August 19, 2020

ভাদ্রমাসের শুক্লা চতুর্থীতে শুরু হয় শ্রীগণেশের পবিত্র জন্মোৎসব উদযাপন। দশ দিনের এই গণপতি উৎসব শেষ হয় শুক্লা চতুর্দশীতে। ভাদ্র মাসের শুক্লা চতুর্দশীকে বলা হয় ‘অনন্ত চতুর্দশী’। যেমন এই বছর পুজো গণেশ জন্মজয়ন্তী শুরু হচ্ছে ২২ শে আগস্ট অর্থাৎ আগামী শনিবার। গণেশ চতুর্থী বিনয়াক চতুর্থী বা গণেশ পুজো নামেও পরিচিত। ভারতের মহারাষ্ট্র, গুজরাত ও উত্তর প্রদেশে খুবই জনপ্রিয় গনেশ পুজো। খুবই ধুমধাম করে গনেশ পুজো পালন করেন ওই রাজ্যের মানুষেরা। মহারাষ্ট্রে প্রায় দুই থেকে ১০ দিন ধরে ধরে চলে এই গণেশ উৎসব।

আরো পড়ুন- গণেশ চতুর্থীতে বাড়িতেই বানিয়ে ফেলুন শ্রীগণেশের প্রিয় ব্যঞ্জন

গণেশ হলেন সমৃদ্ধি, শ্রীবৃদ্ধির দেবতা। বাড়িতে গণেশ থাকলেই, বুদ্ধি-সম্মান-প্রতিপত্তি সংসারে আসবেই। তাই সমস্ত পুজো শুরু করার আগে সকলেই গনেশ পুজো করে থাকেন লাড্ডু দিয়ে গণেশের পুজো দিলেই গণেশ একেবারে খুশি হয়ে যান। অন্যদিকে শাস্ত্রে বলা আছে, ঘরের যেকোনও জায়গায় গণেশকে রাখা উচিত নয়। ঘরের বাস্তু মেপে, ঘরে সঠিক স্থানে গণেশ রাখলেই সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। সিদ্ধিদাতার আশীর্বাদে জীবন থেকে সরে যায় সমস্ত সমস্যা এবং জীবন সুখে ভরে যায়। ভগবান গণেশ-কে তাই সৌভাগ্যের দেবতা মনে করা হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর