ডানা ছাঁটা হলো শুভেন্দুর, ক্ষুব্দ অনুগামীরা - Bangla Hunt

ডানা ছাঁটা হলো শুভেন্দুর, ক্ষুব্দ অনুগামীরা

By Bangla Hunt Desk - August 19, 2020

বাংলা হান্ট ডেক্স; এবার ডানা ছাঁটা হলো শুভেন্দুর। রাজ্য কর্মচারী ফেডারেশনের মেন্টর পদ থেকে সরিয়ে দেওয়া হল মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। বদলে সেই দায়িত্ব দেওয়া হয়েছে দিব্যেন্দু রায়কে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেয় শুভেন্দু অনুগামীরা।

আরো পড়ুন- দিলীপ মুকুল নয়, ২০২১-শে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে! তা সাফ জানালো সৌমিত্র খাঁ

কিছুদিন আগেই সাংগঠনিক রদবদলের পর্যবেক্ষকের পদ বাতিল হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর। ফলে দলে শুভেন্দুর গুরুত্ব অনেকখানি কমে যায়। তারপর থেকেই শুভেন্দুকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিশেষ দেখা যায়নি। সরকারি অনুষ্ঠানেও থাকছেন না তিনি। এবার রাজ্য কর্মচারী ফেডারেশন এর দায়িত্ব থেকে সরানো হলো তাঁকে। যদিও এ বিষয়ে শুভেন্দুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে সূত্রের খবর, ২০২১ শে নির্বাচনকে পাখির চোখ করেই দলের খোলনলচে বদলে ফেলার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

কিছুদিন ধরেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুভেন্দুর মনকষাকষি চলছে। লকডাউনের সময় দলের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেননি তিনি। রাজনৈতিক মহলের একাংশের মনে করছেন এর পেছনে অন্য গন্ধ আছে। শুভেন্দুর বিজেপিতে যোগদান জল্পনা অনেকদিন ধরেই চলছে।

আরো পড়ুন- ফের শক্তি বৃদ্ধি তৃণমূলে, বিজেপির প্রাক্তন প্রধান সহ ২০০০ নেতাকর্মীর যোগ দিলো তৃণমূল কংগ্রেসে

কিছুদিন আগেই জেলা যুব তৃণমূল সভাপতির পক্ষ থেকে শুভেন্দু অনুগামী তথা ময়নার বিধায়ক সংগ্রাম কুমার দলুইকে সরিয়ে দেওয়া হয়। বদলে পার্থ মাইতি ওই পদে বসেন। এরপরই অনুগামীদের কাছে ক্ষোভ উগরে দেন সংগ্রাম। সূত্রের খবর, শুভেন্দুও ঘনিষ্ঠদের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর পরে ফের ধাক্কা! এবার রাজ্য কর্মচারী ফেডারেশন এর দায়িত্ব থেকে সরানো হলো শুভেন্দুকে। এই ঘটনা শোনার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অনুগামীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর