বিশ্বভারতীতে পাঁচিল ভাঙার ঘটনায় রাজনৈতিক মদত রয়েছে, ঘটনা পূর্বপরিকল্পিত, সরব রাজ্যপাল - Bangla Hunt

বিশ্বভারতীতে পাঁচিল ভাঙার ঘটনায় রাজনৈতিক মদত রয়েছে, ঘটনা পূর্বপরিকল্পিত, সরব রাজ্যপাল

By Bangla Hunt Desk - August 17, 2020

বাংলা হান্ট ডেস্ক ; বিশ্বভারতীয় পাঁচিল ভাঙা নিয়ে সরব রাজ্যপাল জগদীপ ধনকড়। ওই ঘটনায় সরাসরি রাজনৈতিক মদত থাকার অভিযোগ করলেন তিনি। পাশাপাশি আজ সন্ধ্যায় একের পর এক টুইট করে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি অভিযোগ আনলেন তিনি।

আরো পড়ুন- প্রয়াত হলেন শাস্ত্রীয় সংগীত শিল্পী যশরাজ, তার মৃত্যুতে শোকের ছায়া সংগীত জগতে

পৌষ মেলায় পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নয় বিশ্বভারতী। রবিবার নিরাপত্তা রক্ষীদের দাঁড় করিয়ে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেন উপাচার্য। কিন্তু সোমবার ফের পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। স্থানীয় লোকজন জেসিবি মেশিন এনে পাঁচিল ভেঙে দেয় বলে অভিযোগ। একটি গেট ভাঙচুর করা হয় বলে খবর। তাছাড়া পাঁচিল দেওয়ার জন্য মাটি কেটে গর্ত করা হয়েছিল তাতেও মাটি ফেলে বুজিয়ে দেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে তুলকালাম পরিস্থিতি বিশ্বভারতীতে।

আরো পড়ুন- ‘ভারতে ফেসবুকে নিয়ন্ত্রণ করছে বিজেপি- আরএসএস, মার্কিন প্রতিবেদনকে হাতিয়ার করে আক্রমণ রাহুলের

তার পরই এনিয়ে টুইটারে সরব হন রাজ্যপাল। ফোন করেন মুখ্যমন্ত্রীকে। টুইট করে রাজ্যপাল বলেন, ‘বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন এনিয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।’ এর পাশাপাশি রাজ্যপাল আরও লেখেন, বিশ্বভারতীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। ভিসির কথা মতো হাঙ্গামাকারীরা ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালিয়েছে। ডিএম-এসপি বিশ্বভারতী কর্তৃপক্ষকে সাহায্য করেনি।

বিশ্বভারতীয় এই ঘটনার পরে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘বিশ্বভারতী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তবে আমি চাই না ওই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে এমন কোনও কাঠামো তৈরি হোক। বিশ্বভারতীর ভিসিকে বলব, উনি যেন জেলার ডিএম ও এসপির সঙ্গে এনিয়ে কথা বলেন। এমনকিছু হওয়া উচিত নয় যা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নষ্ট করে দেয়।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই ফের সরব হয় রাজ্যপাল। তারপরে সন্ধ্যা থেকে একের পর এক টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল টুইট করে লেখেন আশা করি পুলিশ প্রশাসন রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে ভাঙচুরে জড়িত থাকা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর