১ টাকায় মা-বোনেদের মিলবে স্যানিটারি প্যাড, মোদীর ভাষণের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা - Bangla Hunt

১ টাকায় মা-বোনেদের মিলবে স্যানিটারি প্যাড, মোদীর ভাষণের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা

By Bangla Hunt Desk - August 16, 2020

দেশের শক্তির অর্ধাংশ নারীশক্তি। আর এই নারীর স্বাস্থ্যের দিকে সরকার সদা সতর্ক। শনিবার ৭৪তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রসঙ্গে সরকারি উদ্যোগে দেশের মা-বোনদের কাছে মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

৭৪ তম স্বাধীনতা দিবসে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন মেয়ে এবং বোনেদের স্বাস্থ্যের বিষয়ে এই সরকার সর্বদা সতর্ক। দেশের ৬ হাজার জনশুদ্ধি কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫ কোটি মহিলার হাতে মাত্র ১ টাকায় স্যানিটারি প্যাড তুলে দেওয়া হবে। মেয়েদের বিয়ে সর্বনিম্ন বয়স নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর আমরা যথাযথ সিদ্ধান্ত নেব।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা তিন তালাক প্রথা রদ করেছি। নারীদের ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। নারীরা এবার নৌবাহিনী ও বিমানবাহিনীতেও অংশগ্রহণ করতে পারবেন। এখন মহিলারা সামনে থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর এই ভাষণের পরেই সোশ্যাল মিডিয়ায় মোদির প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকেই মনে করছেন প্রধানমন্ত্রী দারুন কথা বলেছেন। কেননা দেশের উদ্দেশ্যে ভাষণের সময় মহিলাদের ঋতু নিয়ে কথা বলার ঘটনাটি বিরল। অনেকেই মনে করছেন দেশের জন্য এই রকম একজন প্রধানমন্ত্রীই প্রয়োজন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর