করোনা সংক্রমণের আশঙ্কায় এবার নবান্নের ১৪ তলা ছাড়ছেন মুখ্যমন্ত্রী - Bangla Hunt

করোনা সংক্রমণের আশঙ্কায় এবার নবান্নের ১৪ তলা ছাড়ছেন মুখ্যমন্ত্রী

By Bangla Hunt Desk - August 08, 2020

করোনা সংক্রমণের আশঙ্কায় এবার নবান্ন ছাড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রে খবর নবান্নের পাশে নবনির্মিত ‘উপান্ন’ ভবনে সরতে চলেছে মুখ্যমন্ত্রীর দপ্তর। সম্ভবত আগস্ট মাস থেকেই সেখানে কাজ শুরু হয়ে যাবে।

নবান্নের পাশেই ‘উপান্ন’ নামে একটি নতুন ভবন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমে ঠিক ছিল ওই নতুন ভবনের থাকবে মুখ্যমন্ত্রী দপ্তরের ‘গ্রিভেন্স সেল’। সঙ্গে থাকবে কলকাতা পুলিশের একটি কন্ট্রোল রুম। কিন্তু প্রতিদিন সংক্রমণ বাড়তে থাকায় মুখ্যমন্ত্রীর সাধের নবান্নেও পড়েছে করোনার কয়াল ছায়া। নবান্নের দুঁদে আমলা থেকে গাড়িচালক কাউকে ছাড়েনি সংক্রমণ। এই অবস্থায় করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত দেখে এবার নবান্নে ১৪ তলা ছেড়ে সেখানেই যেতে চলেছেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, চলতি মাসের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে ‘উপান্নে’ সরতে চলেছে মুখ্যমন্ত্রীর দপ্তর। সেখানেই আপাতত পাকাপাকিভাবে কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী। ওই ভবনে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কারও প্রবেশাধিকার নিষেধ থাকবে। এমনকি রাজ্যের আমলাদের ঢুকতে হলেও মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর