'বাংলায় গ্রহণ লেগেছে'! বাংলার 'মা মাটি সরকারকে' তীব্র আক্রমণ জেপি নাড্ডার - Bangla Hunt

‘বাংলায় গ্রহণ লেগেছে’! বাংলার ‘মা মাটি সরকারকে’ তীব্র আক্রমণ জেপি নাড্ডার

By Bangla Hunt Desk - August 08, 2020

দিল্লিতে দলের কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন করতে গিয়ে বর্তমান বাংলার ‘মা মাটি সরকারকে’ তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন ‘বাংলায় গ্রহণ লেগেছে। বাংলায় গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, বাংলা সরকার কুশাসনের সরকার। বিজেপির এর বিরুদ্ধে লড়াই করবে’।

দিল্লিতে দলীয় কর্মসূচী উদ্বোধন করতে গিয়ে বাংলার বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বর্তমান বাংলার সরকারকে কুশাসনের সরকার বলে অভিহিত করেন। তিনি বলেন বাংলায় গ্রহণ লেগেছে। তিনি আরো অভিযোগ করেন বাংলায় কোন কর্মসংস্থান নেই, বাংলায় কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না, বাংলার গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, করোনা মোকাবেলায় এই সরকার সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন বিজেপি ক্ষমতায় এলে অচিরেই সব সমস্যা দূর হয়ে যাবে। মোদীজির নেতৃত্বে নতুন বাংলা দেখবে পশ্চিমবঙ্গ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর