করোনা আবহে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বাস-মিনিবাসে কর মুকুব করল রাজ্য সরকার - Bangla Hunt

করোনা আবহে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বাস-মিনিবাসে কর মুকুব করল রাজ্য সরকার

By Bangla Hunt Desk - August 06, 2020

বাংলা হান্ট ডেস্ক ; করোনা পরিস্থিতিতে এবার বাস, মিনিবাসকে কর ছাড়ের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস ও মিনিবাসে কর মুকুব করা হয়েছে বলে জানানো হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘১ এপ্রিল ২০২০ থেকে ৩০ শে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাস ও মিনিবাসের ক্ষেত্রে ট্যাক্স মুকুব করা হয়েছে। পাশাপাশি একই সময়ের জন্য অতিরিক্ত ট্যাক্সও মুকুব করা হয়েছে। শুধু তাই নয় পারমিট ফ্রিও মুকুব করেছে রাজ্য সরকার’। মুখ্যমন্ত্রী এদিন আরো জানান, ‘৩১ শে মার্চ ২০২০ এর মধ্যে যারা এই ট্যাক্স দেননি, তাদের ৩১ এ আগস্ট মধ্যে সেই ট্যাক্স জমা দিতে হবে। এক্ষেত্রে তাদের কোনো ফাইন দিতে হবে না। তারাও পরবর্তীতে এই ট্যাক্স ছাড়ের আওতায় পড়ে যাবেন’।

প্রসঙ্গত, রাজ্য সরকার বাস মালিকদের এককালীন ১৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল। বাস মালিক সংগঠনের পক্ষ থেকে এই টাকা নেওয়া হবে না বলে জানানো হয়েছিল। কিন্তু বাস মালিক সংগঠনের পক্ষ থেকে ট্যাক্স ছাড়ের দাবি জানানো হয়েছিল। অবশেষে সেই দাবি মেনে নিল রাজ্য সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর