ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়ালো, স্বস্তির খবর সুস্থর সংখ্যাও বাড়েছে পাল্লা দিয়ে - Bangla Hunt

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়ালো, স্বস্তির খবর সুস্থর সংখ্যাও বাড়েছে পাল্লা দিয়ে

By Bangla Hunt Desk - August 05, 2020

বাংলা হান্ট ডেস্ক ; আজ যখন দেশের একটা বড় অংশ তথা প্রধানমন্ত্রী যখন রাম মন্দিরের শিলান্যাস করতে ব্যস্ত, তখন ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে গেল। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন প্রায় ৫২ হাজার। এবং ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়ালো। তবে স্বস্তির খবর গত ২৪ ঘন্টায় প্রায় ৫১ হাজার মানুষ সুস্থ হয়ে উঠছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে মোট করোনা সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৫০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৮ হাজার ২৫ জন। একদিনে মৃত্যু হয়েছে ৮৫৭ জনের। মোট মৃত্যু ৩৯ হাজার ৭৯৯। এবং গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজারের উপর। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লক্ষ ৮২ হাজার ২১৬ জন। এখনো অ্যাক্টিভ কেস আছে মোট ৫ লক্ষ ৮৫ হাজার ৬১৮।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর