রাম মন্দিরের ভূমি পুজোয় হবে স্বপ্নপূরণ! ২৮ বছরের উপবাস ভাঙবেন 'রামভক্ত' নির্মলা দেবী, - Bangla Hunt

রাম মন্দিরের ভূমি পুজোয় হবে স্বপ্নপূরণ! ২৮ বছরের উপবাস ভাঙবেন ‘রামভক্ত’ নির্মলা দেবী,

By Bangla Hunt Desk - August 04, 2020

বাংলা হান্ট ডেস্ক ; দীর্ঘ ২৮ বছর আগে রামের নামে শপথ নিয়েছিলেন তিনি। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন না হওয়া পর্যন্ত অন্ন গ্রহণ করবেন না। যেমন কথা তেমন কাজ। হ্যাঁ একেই বলে সত্যি কারের রামভক্ত।

নাম উর্মিলা দেবী, বয়স ৮২ বছর। বাড়ি মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার বিজয়নগরে। গত ২৮ বছর ধরে কেবলমাত্র ফল খেয়ে রামের নাম জপ করেছেন তিনি। বয়সের ভারে শরীর নুইয়ে পড়লেও মনের জোর একফোঁটা টলেনি। ২৮ বছর আগে রামের নামে শপথ নিয়েছিলেন, যতদিন না রাম মন্দির তৈরি হচ্ছে ততদিন অন্ন গ্রহণ করবেন না তিনি।

আগামীকাল ৫ ই আগস্ট ঐতিহাসিক রাম মন্দিরের ভূমি পুজো। মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই উর্মিলার চোখে এখন স্বপ্নপূরণের হাসি। মন্দিরে শিলান্যাসের পরে অন্ন গ্রহণ করবেন তিনি। করোনার জেরে সশরীরে অযোধ্যায় যেতে পারবেন না তিনি। তবে ভার্চুয়ালি অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান দেখবেন তিনি।

জানা গেছে, ১৯৯২ সালে করসেবকদের হাতে বাবরি মসজিদ ধ্বংসের পর ভারতের বিভিন্ন জায়গার মতো মধ্যপ্রদেশের জব্বলপুরেও ছড়িয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গার আগুন। অযোধ্যাতে ছড়িয়ে পড়লে অষ্টমজগতের খাবার গ্রহণ না করার শপথ ছিল। উর্মিলা দেবী জানিয়েছেন, সেই সময় তিনি চোখের সামনে হিন্দু এবং মুসলিম ভাইদের একে অপরের রক্ত ​​ঝরাতে দেখেছেন।

ওই ঘটনা তাঁর মনে এতটাই আঘাত করেছিল, যে তার থেকেই তিনি সিদ্ধান্ত নেন এই মন্দির-মসজিদ বিতর্কের কোনও সুস্পষ্ট সমাধান না হওয়া পর্যন্ত তিনি আর খাবার মুখে তুলবেন না। সেই থেকে এখনও পর্যন্ত ওই চা আর ফল খেয়েই আছেন তিনি। এর জন্য তাঁকে নিয়ে অনেকেই মজা করেছে, কেউ কেউ এই উপবাস শেষ করার জন্য চাপও দিয়েছে। তার মধ্যেও কয়েকজন তাঁর জেদ ও শৃঙ্খলার প্রশংসা করেছে। সেই থেকে রাম মন্দিরের জন্য উপবাস শুরু করেন তিনি।

উর্মিলা দেবী জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দির হোক। রাম মন্দির তার কাছে পুনজর্ন্মের মতো। অযোধ্যায় রাম মন্দির হওয়ায় শান্তি পেয়েছেন তিনি। আগামীকালই উপবাস ভাঙবেন তিনি। তার ইচ্ছে বাকি জীবনটা অযোধ্যায় গিয়ে কাটানোর। ভূমি পুজোর দিন অযোধ্যায় সশরীরে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তবে প্রধানমন্ত্রী যখন ভূমি পূজন করবেন তখন ঘরে বসেই রামের নাম জপ করবেন তিনি। এটিকে ভগবান রামের ইচ্ছে বলেই মনে করেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর