সীমান্ত রক্ষায় এবার ভারতের কাছে আসছে এক বিশেষ উন্নত হাতিয়ার - Bangla Hunt

সীমান্ত রক্ষায় এবার ভারতের কাছে আসছে এক বিশেষ উন্নত হাতিয়ার

By Bangla Hunt Desk - July 31, 2020

সীমান্তে আর চিন ও পাকিস্তানের উত্পাত সহ্য করবে না ভারত। আর তাই এবার দুই প্রতিবেশী দেশের সঙ্গে লাগোয়া সীমান্ত রক্ষায় এবার বিশেষ হাতিয়ার মোতায়েন করতে চলেছে ভারত।

কি সেই নতুন হাতিয়ার? সেই নতুন হাতিয়ার যেমন চালাক বিহীন, তেমনই শক্তিশালী। MQ-9 রিপার ড্রোন। জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে এই রিপার ড্রোন কিনতে পারে ভারত। ৪৮০০ কিলোগ্রাম অস্ত্র ও বিস্ফোরক নিয়ে ঘন্টায় ২৩০ কিলোমিটার বেগে উড়তে পারে এই ড্রোন। ৫০ হাজার ফিট উঁচুতে উড়তে পারে এই ড্রোন।

ভারতের সেনাবাহিনী বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী। ভারতের সাথে বিশ্বের তাবড় তাবড় দেশগুলো সুসম্পর্ক রয়েছে। যেমন, আমেরিকা, রাশিয়া, জার্মানি, জাপান, ইজরায়েল প্রভৃতি। চিন-ভারত সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা, রাশিয়া, ইজরায়েল। যু-দ্ধকালীন পরিস্থিতিতে ভারতকে অত্যাধুনিক ‘এক্স-ক্যালিবার’ দেওয়ার জন্য তৈরি আমেরিকা। এই অ-স্ত্রের গোলার পাল্লা হল ৪০ কিমি। এই গোলা ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত M77 ULTRA LIGHT হাউৎজার সহ বিভিন্ন কামানের সাথে অনায়াসে ব্যবহার করা যাবে।

এর আগেও ভারতকে আটটি অ্যাপাচে হেলিকপ্টার বিক্রি করেছিলো আমেরিকা। এই AH-64E অ্যাপাচে কপ্টার যথেষ্ট শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। বিশ্বের এক নম্বর অ্যাটাক কপ্টার এটি। একটা যুদ্ধবিমানের মতোই এটাও অনেক কিছু অসাধ্য সাধন করতে পারে।

এছাড়াও ভারতের কাছে রয়েছে চিনুক হেলিকপ্টার। এটি মূলত মালবাহী ও সেনাদের, রসদ নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। অনেক দূর্গম এলাকায় পৌঁছে যেতে পারে এই চিনুক কপ্টার। আকারেও এটি বেশ বড়ো। অনেকজন সেনা পরিবহন করতে পারে এটি। ভারতকে আরো ৩৭ টি অ্যাডভান্সড্ কপ্টার পাঠাচ্ছে আমেরিকা। এর মধ্যে ২২ টি হল অ্যাপাচে এবং ১৫ টি চিনুক।

এবার ভারতের হাতে আসতে চলেছে সীমান্ত রক্ষায় আরো নতুন ধরণের উন্নত হাতিয়ার। জানা গিয়েছে আমেরিকার থেকে এক উন্নত মানের ড্রোন কিনতে চলেছে ভারত। জানা গিয়েছে এই শক্তিশালী ড্রোন রাডারের নজর এড়িয়ে ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে পারে। এর গতিবেগ হতে পারে ঘন্টায় সর্বোচ্চ ২৩০ কিলোমিটার। ৪৮০০ কেজি বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র বহন করতে সক্ষম এই ড্রোন। জানা গিয়েছে এই MQ-9 রিপার ড্রোন-এর মাধ্যমেই কয়েক মাস আগে বাগদাদে ইরানের জেনারেল কাশিম সুলেমানিকে হত্যা করেছিল আমেরিকা। কেউ কিছু বোঝার আগেই কাজ শেষ করে ফিরে এসেছিল এই ড্রোন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর