একটি পাইপগান, কার্তুজ ও ধারালো অস্ত্র সহ তিন জনের ডাকাত দলকে আটক করলো পুলিশ - Bangla Hunt

একটি পাইপগান, কার্তুজ ও ধারালো অস্ত্র সহ তিন জনের ডাকাত দলকে আটক করলো পুলিশ

By Bangla Hunt Desk - July 31, 2020

মালদা ; একটি পাইপগান, কার্তুজ, ও ধারালো অস্ত্র সহ তিন জনের ডাকাত দলকে আটক করে মালদার চাঁচল থানা। গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার অন্তর্গত গালিমপুর এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা ওই এলাকায় ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল। সেই খবর পেয়ে হানা দেয় পুলিশ। সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ তিন জনকে ধরে ফেলে চাঁচল থানার পুলিশ। বাকিরা পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। বাকিদের তল্লাশী শুরু করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর