'সৌমেন মিত্রের' মৃত্যুতে বাংলায় এক অধ্যায়ের সমাপ্তি হলো, মুখ্যমন্ত্রী থেকে রাহুল গান্ধী জানালেন শ্রদ্ধার্ঘ্য, টুইটে স্মৃতিচারণা - Bangla Hunt

‘সৌমেন মিত্রের’ মৃত্যুতে বাংলায় এক অধ্যায়ের সমাপ্তি হলো, মুখ্যমন্ত্রী থেকে রাহুল গান্ধী জানালেন শ্রদ্ধার্ঘ্য, টুইটে স্মৃতিচারণা

By Bangla Hunt Desk - July 30, 2020

বাংলা হান্ট ডেস্ক; কংগ্রেসে ‘সোমেন’ যুগের অবসান। বাংলায় কংগ্রেসের সভাপতি ‘সৌমেন মিত্রের’ প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল। শোকাহত কংগ্রেস কংগ্রেস পার্টি। পার্টিতে অনেকেরই প্রিয় ছিলেন ছোড়দা। শোনা যায় তার ডাকনাম ছিল ‘খোকন, আর তার পিসতুতো দাদার নামও একই ছিল। দুই খোকন একই বাড়িতে থাকলে ডাকের সমস্যা হতো। সেই থেকে সৌমেন মিত্র নাম ‘ছোড়দা’। সেই থেকে পার্টির অন্দরে এই ‘ছোড়দা’ নামে পরিচিতি পেতে শুরু করেন তিন। এদিন সোমেন মিত্রের জীবনাবসানে শোকাহত রাজনৈতিক মহল। এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই টুইট করে তার মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেন।

‘ভালোবাসা, শ্রদ্ধার সঙ্গে সোমেন মিত্রকে স্মরণ করার বার্তায় এদিন দিল্লি থেকে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তিনি সোমেন মিত্রের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোকবার্তা জানান, কংগ্রেস সভাপতি তথা সোমেন মিত্রের জীবন অবসানের খবররে আমি শোকাহত। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই, এই ভাষাতেই এদিন শোক বার্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপালের তরফেও উঠে আসে শোকবার্তা, রাজ্যপালের এদিন জানান ‘বাংলা’ চিরকালেই সোমেন মিত্রের অসামান্য অবদান কে মনে রাখবে। তার আত্মার শান্তি কামনা করে রাজ্যপাল।

বিজেপি নেতা মুকুল রায় শোকবার্তায় জানান, সোমেন মিত্রের মৃত্যুর সংবাদ শুনে আমি গভীরভাবে মর্মাহত। বাম বিরোধী লড়াইয়ে একটি নামি ব্যক্তিত্ব ছিলেন তিনি। সৌমেন দাকে মিস করবো। তার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

এদিন কংগ্রেস নেতা অধীর চৌধুরী সোমেন মিত্র সম্পর্কে স্মৃতিচারণায় আবেগঘন হয়ে পড়েন। তিনি বলেন ‘সৌমেন দা নেই এটা ভাবতে পারছিনা। সৌমেন দার মৃত্যুতে বাংলায় একটা অধ্যায় সমাপ্ত হল। সংগ্রাম করে প্রতিকূলতাকে মোকাবেলা করে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন তিনি। আমাকে জনপ্রতিনিধি করার মূল কারিগর তোমাকে হারিয়ে আজ আমি দুঃখে কাতর, বেদনাহত, মর্মাহত’।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর