চীনকে টক্কর দিতে আজই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান - Bangla Hunt

চীনকে টক্কর দিতে আজই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান

By Bangla Hunt Desk - July 27, 2020

বাংলা হান্ট ডেস্ক ; অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। চীনকে টক্কর দিতে আজই ফ্রান্স থেকে ভারতে আসছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। বিশ্বের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান রাফাল। চীন সীমান্তে সংঘাতের আবহে ভারতের হাতে আসা এই রাফেল যুদ্ধবিমান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

সূত্রের খবর, সোমবার ফ্রান্সের মিরিনিয়াক এয়ারবেস থেকে এই পাঁচটি রাফেল বিমান ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। ৭ হাজার ৩৬৪ কিলোমিটার পথ অতিক্রম করে বুধবার এই রাফেল বিমান গুলি বায়ুসেনার আম্বালা এয়ারবেসে পৌঁছাবে। সেখানে ‘গোল্ডেন অ্যারে’ ১৭ নাম্বার স্কোয়াডেনের অন্তর্ভুক্ত করা হবে পাঁচটি রাফেলকে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুক্ত করেই ভারতে পাঠানো হচ্ছে এই রাফেল বিমান গুলিকে।

জানা যাচ্ছে সব প্রস্তুতি ঠিক থাকলে আগামী ৭ দিনের মধ্যেই রাফেল বিমানগুলোকে পাঠিয়ে দেওয়া হবে পূর্ব লাদাখে চীন সীমান্তে। ২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের সাথে ৫৯ হাজার কোটি টাকায় ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয় ভারতের। বায়ুসেনার সূত্রে খবর, ভারতের জন্য দশটি রাফাল যুদ্ধবিমান তৈরি করে রেখেছিল ফরাসি সংস্থা। তার মধ্যে পাঁচটি চলে আসবে এ বছরেই। মে মাসেই প্রথম চারটি রাফাল ভারতে আসার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে এই সময় পিছিয়ে যায়।

তথ্য অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় পাইলট রাই এই যুদ্ধবিমানগুলো কে উড়িয়ে দেশে নিয়ে আসছে। ফ্রান্সের এয়ারবেস থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আবুধাবির আল ডফরা এয়ারবাসে অবতরণ করবে। সেখান থেকে জ্বালানি নিয়ে এবং সমস্ত টেকনিক্যাল পরীক্ষা করে ফের ভারতের উদ্দেশ্যে রওনা দেবে ফাইটার জেট গুলি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ২ জুন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছিলেন। সেই সময় ফ্রান্স আশ্বাস দিয়েছিল যে, ভারতকে দেওয়া রাফাল বিমান গুলোর ডেলিভারি সময়মতই হবে। করোনা মহামারীর প্রভাব এই চুক্তিতে পড়বে না। চীনের সাথে চলা সীমান্ত বিবাদের মধ্যে রাফালের ভারতে আসা খুবই গুরুত্বপূর্ণ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর